শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::
ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব “বৈসু” উপলক্ষে খাগড়াছড়ির কামিনী পাড়ায় ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল ২০২৫ (শনিবার) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামিনী পাড়া ইউনিসেফ পাড়াকেন্দ্র প্রাঙ্গণে ‘ যুব কল্যাণ সমিতি’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক রেভিলিয়াম রোয়াজা।
‘কামিনী পাড়া যুব কল্যাণ সমিতি’র সভাপতি ও নির্বাহী পরিচালক দহেন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোলাবাড়ি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সমাপন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা ও সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা, হপ্রিং ব্যান্ডের পরিচালক অজয় সেন ত্রিপুরা, ৪মাইল যৌথ খামার এলাকার কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষণ ত্রিপুরা, ৫মাইল যৌথ খামার পাড়ার কার্বারী সুবল ময় ত্রিপুরা, কামিনী পাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের পুরোহিত নর ভূষণ ত্রিপুরা এবং ‘খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’ কর্তৃক গঠিত ‘প্রান্তিক নারী ও কিশোরী মহিলা’ দলের সাধারণ সম্পাদিকা সুমিতা ত্রিপুরা সহ প্রমুখ।
Leave a Reply