শাল আর শিমুলের ছায়া পড়ে মুখে
একটা পাখি ডেকে ওঠে দূর মাঠ পেরিয়ে—
বিকেলের ভিতরে ঢুকে পড়ে এক ম্লান সুর,
যেনো কালের গায়ে ধুলো জমেছে বহুদিন।
এই মাঠে আগে একজন হাঁটত—
তার পায়ে মাটি জেগে উঠত,
চোখে থাকত নদীর রঙ,
নীরবতা—একটা পুরোনো শাড়ির মতো ওড়ে বাতাসে।
গোলপাতা, তালগাছ—সব মাথা নোয়ায় ধীরে
কোনো ঈশ্বর নেমে আসেনা—তবু অদ্ভুত শান্তি নামে,
যেনো জন্মেরও আগে এই ঘাস ছিল আমার—
এই মাটির শরীরে আমি বহুকাল ঘুমিয়ে আছি।
Leave a Reply