মোস্তফা আল মাসুদ, বগুড়া জেলা প্রতিনিধি।
আজ রাতে বগুড়া সদরের নারুলী ফাঁড়ির পুলিশ গতকাল ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তার উপর কিশোর গ্যাং এর হামলাকারীদের ০৪ (চার) জনকে দত্তবাড়ি ব্রিজ এর পাশে পরিত্যাক্ত বাড়ির ভিতরে গাজা সেবন অবস্থায় গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেনঃ
মোঃ আল আমিন ব্যাপারী (ডাকনাম: গরিব/এসকে/কোকা), (২৪), (পিতা: ভোলা ব্যাপারী, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।
মোঃ রোহান (ডাকনাম: রনি), (১৯), (পিতা: রবিউল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।
মোঃ তানজিল ইসলাম, (১৯), (পিতা: রফিকুল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।
মোঃ তৌহিদ ইসলাম, (১৮), (পিতা: রবিউল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।
উল্লেখ্য, গতকাল রাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে উক্তপুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ওই সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নিতে গেলে স্থানীয় কিশোর গ্যাং এর সদস্যরা (আহতের বন্ধুরা) সেখানে মব তৈরি করে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তারা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে চলে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
Leave a Reply