চট্টগ্রাম, রাঙ্গুনিয়া : এম.আই চৌধুরী।
রাঙ্গনিয়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম উম্মে হাবিবা তানহা (২২)। সে প্রবাসী মোহাম্মদ মোর্শেদ আলমের স্ত্রী। শ্বশুর বাড়ির লোকজন এটি আত্মহত্যা দাবি করলেও নিহতের পরিবার জানিয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সোমবার সকালে দক্ষিণ রাজানগর ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ির প্রবাসী মোহাম্মদ মোর্শেদ আলমের সাথে লালানগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মাস্টার বাড়ি এলাকার উম্মে হাবিবা তানহা।
গত দুই বছর আগে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামী প্রবাসে চলে যান। নিহত গৃহবধূর সহপাঠীরা বলেন, আমাদের তানহার মৃত্যুের সঠিক তদন্ত চাই।
নিহত তানহার মামা বলেন- গত রোববার বিকেলে সে শ্বশুরের সাথে নিজ বাড়ি বেড়াতে গিয়েছিল। ঐদিনই তারা সেখান থেকে চলে আসেন। এর পরের দিন সোমবার সকালে তানহাকে শ্বশুর বাড়ির লোকজন ফোন দিলে সেখানে আমি উপস্থিত হয় এবং দরজা ভেঙে প্রবেশ করে দেখি ভাগ্নীর নিথর দেহ জানালায় গলায় ওড়না পেচানো অবস্থায় খাটে পড়ে আছে। তবে যে অবস্থায় লাশ পাওয়া গেছে সেটি কখনও আত্মহত্যা হতে পারে না। এটা পরিকল্পিতভাবে আমার ভাগ্নীকে হত্যা করা হয়েছে। এর সুবিচার চাই।
শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায়, উম্মে হাবিবা তানহা প্রতিদিনের মতো শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে নিজ রুমে শুয়ে পড়ে। সকালে তার শাশুড়ি নাস্তা করার জন্য ডাকলে, ভেতর থেকে কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না।
সোমবার বিকালে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন হালদার বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো
Leave a Reply