উখিয়ায় লেঙ্গুর বিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কামাল উদ্দিন জয় কক্সবাজার জেলা প্রতিনিধি
উখিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান লেঙ্গুর বিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় কয়েকজন উদ্যমী তরুণের আন্তরিক প্রচেষ্টায় হলদিয়াপালং ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় এখন প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মুহাম্মদ আব্দুল জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরী, মরিচ্যা পালং আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার কামাল, রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিক, ধেছুয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, মরিচ্যা বাজার সোস্যাল ব্যাংকের ম্যানেজার মো. আমিনুল হক, নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ বড়ুয়া, ছালেবুলবুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা খানম, পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক, হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাফেজ আবুল হোছাইন এবং মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু জিতেন্দ্র লাল বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
স্থানীয় শিক্ষানুরাগীরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply