পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩০ অ ক্টোবর/২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৭’তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার সময় পথে-মধ্যে দূর্ঘটনায় আহত হয়েছেন নেতাকর্মীরা। বৃহস্প্রতিবার পাঁচবিবি উপজেলা ও পৌর যুবদল পাঁচমাথায় এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে উপজেলার আওলাই ইউনিয়নের প্রায় ৪’শতাধিক নেতাকর্মী কয়েকটি ইজিবাইক ও ভটভটি করে রওনার দেয়। পাঁচবিবি-কামন্দিয়া পাকারাস্তার রুনিহালী এলাকায় নেতাকর্মী ভর্তি একটি ভটভটি অপরটিকে ওভারটেক করার সময় দুর্ঘটনার শিকার হন। এতে প্রায় ৫০’জন নেতাকর্মী আহত হন। এ সময় অন্য ভটভটির নেতাকর্মীরা আহত সহযোদ্ধাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ মহীপুর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে জয়পুরহাট সদর হাসপাতালে ১০ এবং গুরুতর আহত ২’জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জয়পুরহাট জেলা যুবদলের নেতা গোলাম রাব্বানী রাব্বি বলেন, যুবদলের পাঁচবিবির অনুষ্ঠানে আমার নেতৃত্বে প্রায় ৪’শতাধিক নেতাকর্মী নিয়ে রওনার দিয়েছিলাম পথের মধ্যে এ দূর্ঘটনাটি ঘটে।
যুবদল নেতা মোঃ আনিছুর রহমান আনিছ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দ্রুত হাসপাতালে ছুটে যাই। তিনি আরো বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি আহবায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, যুবদল নেতা নয়ন হোসেন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রাজ খান ও সাব্বির হোসেন সহ অনেকেই।
Leave a Reply