সোমবার (১৪ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসে কর্মসূচি আয়োজন করা হয়।
নববর্ষের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো , শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান।
নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব হাফিজা আক্তার মহোদয়া, বিশেষ অতিথি ছিলেন বিদ্যেুৎসাহী সদস্য জনাব মো. ইদ্রিস তালুকদার।
প্রধান অতিথি উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে উপস্থিত সকলকে কলেজের পক্ষ থেকে বাংলার ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন।
Leave a Reply