মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :
নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
সোমবার ( ১৪ এপ্রিল ) নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন এর নেতৃত্বে সেনবাগ উপজেলা চত্বর থেকে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা সেনবাগ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে অস্থায়ী মঞ্চে পহেলা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সেনবাগ উপজেলা শিল্পকলা একাডেমী ও সেনবাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ পৌরসভার প্রশাসক ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অফির্সাস ক্লাবের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বাবুল, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও সেনবাগ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।
Leave a Reply