নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ দিবসটির সূচনা হয়। পরে ইউএনও মো. আরিফ আদনানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে মহিষের গাড়ি সহ একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থনে গিয়ে শেষ হয়। এছাড়াও বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা এবং উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজেসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বস্থ্য কর্মকর্তা আল হামিম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে বাংলা নববর্ষ বরণের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ-১৪৩২ বরণ অনুষ্ঠান করা হয়।
Leave a Reply