শাপলা আক্তার
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব ক্যাম্পাসে নানা কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া সকাল ১০:০০ টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদর্শণ করেন।
ইউআইটিএস-এর পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মোঃ নাহিদুল ইসলাম, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল ইমতিয়াজ, আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোছা: আয়েশা সিদ্দিকা, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) জনাব তাহরিনা তানজিম তিথি, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস, সহকারি প্রক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম, জনাব সাব্বির হাওলাদার ও জনাব এস, এম, ফারিয়াল হক বাঁধনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply