মোঃ দুলাল সরকার গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে সিএনজিতে থাকা অপর তিনজন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি যাত্রী মশিউর রহমান (২৫)। সে রংপুর সদর উপজেলার কাটাবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে। আহত তিনজন হলো, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নাগেরচর গ্রামের আব্দুল হকের ছেলে হিমেল (৩২), ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাকান্দি গ্রামের ফারুক মোল্লার ছেলে এনামুল (৩৮) ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের আবু তালেবের ছেলে মাসুম বিল্লাহ (২৫)। হতাহতদের মধ্যে হিমেল ছাড়া বাকি তিনজন স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিল বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় একটি সিএনজি অটোরিকশা ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামগামী লেনে যাওয়ার সময় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সেটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় সিএনজির চার আরোহী আহত হন। তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, ‘রাত ৭ টা ৫০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় চারজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা মশিউর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করি। এনামুল এবং মাসুম বিল্লাহ নামে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহত অপরজন হিমেলকে এই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক বাসটিতে শনাক্ত করার চেষ্টা করছি।’
Leave a Reply