মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক নেএকোনা জেলা প্রতিনিধিঃ মধ্যনগর সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগরে ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে।
জেলার মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমশেরপুর গ্রামে “মনমোহন রাজের বাড়ি থেকে উব্দাখালী নদী পর্যন্ত” রাস্তায় মেরামতের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে একই গ্রামের যুবলীগ নামধারী প্রতারক পংকজ সরকারের ছেলে পিংকু সরকার (নিলোৎপল)।
বিগত ২১/০৪/২৪ তারিখে উক্ত রাস্তা মেরামতের জন্য এক লক্ষ টাকা অনুমোদন হয়। এবং ১১/৬/২০২৪ ইং তারিখে ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়।এই রাস্তাটি জমশেরপুর গ্রামের কৃষকদের জমি থেকে ফসল আনা নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পিংকু সরকার (নিলোৎপল ) তার পিতাকে কমিটির সদস্য করে একাই ৫০ হাজার টাকা গোপনে ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করে। এক পয়সার কোন কাজ না করে গ্রামবাসীর সাথে প্রতারণা করে। গ্রমবাসী সুত্রে জানা যায় প্রতারক পিংকু সরকার (নিলোৎপল ) তৎকালীন যুবলীগ এবং এমপি রনজিত চন্দ্র সরকারের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ, ভোগ দখল, চাঁদাবাজি করে বেড়াতো। অসামাজিক কার্যকলাপ, মাদক ব্যাবসা থেকে শুরু করে ইজারা দালালি ইত্যাদি কর্মকান্ডে লিপ্ত ছিলো। ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতো না। তার কাছে এসপি, ডিসি, ইউএনও ওসি মামুলি ব্যাপার ছিলো।তৎকালীন ফ্যাসিস্ট সরকার পতনের পর উপজেলা বি এন পি নেতাদের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে চলছে।
গ্রামের সাধারণ জনগন সংবাদ মাধ্যম কে বলেন সে এতো শেল্টার কোথায় পায় জানি না।তবে রাস্তাটি মেরামত না হওয়ায় আমরা চরম ভোগান্তিতে আছি। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ টাকা আত্মসাৎকারী বাটপার পিংকু সরকার (নিলোৎপলকে) আইনের আওতায় এনে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে গ্রামের জনকল্যানে রাস্তা মেরামত করে দেওয়ার আাহব্বান জানাচ্ছি। এবং উক্ত ব্যাক্তির দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল রায় বলেন, প্রকল্পের নামে টাকা তুলে নেওয়ার ঘটনাটি সত্য। তদন্ত পূর্বক উক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply