শাপলা আক্তার
ফলোআপ নিউজ পর্ব:১
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে সি ওয়েলকাম রিসোর্ট এর তৃতীয় তলায় ৩০২ নাম্বার কক্ষে নুরানা আক্তার লিমা নামে এক পর্যটক নারীকে পরিকল্পিত ভাবে হত্যার ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা নিচ্ছেন না এমন অভিযোগ ওই নারী পর্যটকের অসহায় বাবার।
ঢাকা সায়দাবাদের রাফসান ট্যুর এন্ড ট্রাভেল বিডি এর মালিক মোঃ নাসির উদ্দিন সবুজ নামের এক প্রভাবশালীকে রক্ষা করতে কক্সবাজার সদর থানার এই কারসাজি বলে অসহায় বাবা নুর আলমের অভিযোগ।
গত ৮ এপ্রিল হোটেলের সিসিটিভি ফুটেজ ও কলরেকর্ড যাচাই করা হলে চাঞ্চল্যকর হত্যা রহস্য ও সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে পিতার দাবী।
থানায় অপমৃত্যু মামলা করতে ওই নারীর বাবাকে চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে। এখন মরদেহ পড়ে আছে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে।
অসহায় পিতা মেয়ে হত্যার বিচার চেয়ে ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে…….,
Leave a Reply