1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
পাবনায় সাংবাদিক আব্দুল মজিদ দুদুর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত - Crime Report 24
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন কলাপাড়ায় ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়।। দেশের সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজকে কটুক্তি; লাকসামে সাংবাদিকদের মানববন্ধন তেরখাদায় নৌকার চেয়ারম্যান প্রার্থী পদ পেলেন বিএনপির কমিটিতে। নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২কেজি গাঁজাসহ ২জন আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান শিক্ষার অগ্রগতি ও উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় অসহায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ’র চাবি হস্তান্তর ও খাদ্য সহায়তা প্রদান আমতলীতে তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, আদালতে মামলা! কলাপাড়ায় শ্রমিকলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় গুরুতর আহত-৩ পায়রা সমুদ্র বন্দর এবং বরিশালের উন্নয়ন ঘিরে গভীর ষড়যন্ত্র

পাবনায় সাংবাদিক আব্দুল মজিদ দুদুর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
প্রেস ক্লাব পাবনা’র উদ্যোগে সাংবাদিক আব্দুল মজিদ দুদু এর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার ( ৩ মার্চ) দুপুরে প্রেসক্লাব পাবনার মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে সেক্রেটারি রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক জীবনকথা পত্রিকার সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা ইনচার্জ সাজ্জাদ হোসেন রাজু, ইয়ার কেয়ার এন্ড হেয়ারিং সেন্টার লিমিটেড ঢাকার চেয়ারম্যান মীর মোশারফ হোসাইন রাজু ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ফয়সাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি ও দৈনিক বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল, অগ্রযাত্রা টিভির পাবনা প্রতিনিধি সেলিম মাহমুদ প্রমুখ।

দৈনিক জীবনকথা সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আব্দুল মজিদ দুদু ছিলেন একজন ব্যতিক্রমী সাংবাদিক। তিনি নিউজ এর ভিতর এবং বাহিরের সকল তথ্য উপাত্ত পত্রিকার মাধ্যমে উপস্থাপন করতেন। তিনি ফলোআপ নিউজে অত্যন্ত পারদর্শী ছিলেন। সংবাদ পরিবেশনে দেশপ্রেম ছিল তার কাছে অগ্রাধিকার। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা করতেন।

ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন রাজু বলেন আব্দুল মজিদ দুদু সাংবাদিকতা জগতে এক অনন্য উদাহরণ। তিনি জুনিয়রদের হাতে কলমে সংবাদ লেখা শিখাতেন। সমাজসেবায় তার অবদান অপরিসীম। তিনি আরো বলেন সাংবাদিকতায় আব্দুল মজিদ দুদু ভাই আমাদের মডেল ছিলেন। আমরা সব সময়ই তাকে অনুকরণ ও অনুসরণ করে চলতাম।

বিশিষ্ট ব্যবসায়ী মীর মোশাররফ হোসেন রাজু বলেন, আব্দুল মজিদ দুদু ভাই রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মাধ্যমে সেবামূলক কাজ করতেন, তিনি শিশু-কিশোরদের সংগঠনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন,। আমি শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের মাধ্যমে দুদু ভাইকে চিনি ও জানি। তিনি সব সময় শিশু-কিশোরদের সাথে হাসিমুখে কথা বলতেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার যুগ্ম-সাধারণ সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ বার্তার জেলা প্রতিনিধি মোঃ নুরুন্নবী সহ পাবনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাংবাদিক আব্দুল মজিদ দুদু ২০১৫ সালের ৪ এপ্রিল হার্ড স্ট্রোক এর কারণে মৃত্যুবরণ করেন। এর আগে তিনি পর্যায়ক্রমে দৈনিক সংগ্রাম, দৈনিক নয়া দিগন্ত, বাংলাদেশ টেলিভিশন, দিগন্ত টেলিভিশন ও ইউ এন বি এর পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ