1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় সকল প্রস্তুতি সম্পন্ন।। - Crime Report 24
রবিবার, ১৮ মে ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সমৃদ্ধ সংস্কৃতির চাদরে আগলে থাকা পুরান ঢাকা হারিয়ে ফেলছে নিজস্বতা: কাদের গনি চৌধুরী এই বয়সেও সাজতে ভালো লাগে: রোজিনা পাবনা পৌর জামায়াতে উদ্দোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত দক্ষিনাঞ্চলের অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষন শেষে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন বিতরন। মতিঝিলে তিন তলা ভবনে আগুন দৈনিক প্রিয় সময় ও এসএনএন টিভির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নুর আলী মিয়ার হাট শাখার ব্যবস্থাপনায় শরবত বিতরণ ভোট নিয়ে এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর টেক্সটাইল নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে: বুটেক্স উপাচার্য রবিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে সোমবার থেকে আন্দোলনে যাবে সাত কলেজ

পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় সকল প্রস্তুতি সম্পন্ন।।

  • প্রকাশকাল: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার এক অপরুপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। বিগত বছরগুলোতে ঈদ পরবর্তী টানা ১৫ দিন পর্যটকের ভীড়ে মুখরিত ছিলো পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এবার আরও বেশি সংখ্যক পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে আগাম বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল। তাই পর্যটকদের বরনে নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। রং তুলির আঁচড় এবং ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা হচ্ছে হোটেল মোটেল। এছাড়া সৈকতের ছাতা বেঞ্চি থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে নতুন রুপ। মোটকথা পর্যটন সংশ্লিষ্ট ১৬ পেশার সঙ্গে জড়িত সবাই পার করছেন ব্যস্ত সময়। তবে এবার ঈদে টানা ৯ দিনের সরকারী ছুটি থাকলেও ইদের দিন ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৬ দিনে ৬ লাখ পর্যটক আগমেনর আশা করছেন ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিষ্ট পুলিশ।
কুয়াকাটা হোটেল পায়রার সত্তাধীকারী মোঃ রেজাউল করিম জানান, পুরো একমাস পর্যটক না থাকায় হোটেল পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে। আশা করছি ঈদে পর্যটক আসলে আবার সে ক্ষতি পুষিয়ে নিতে পারব।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অফ কুয়াকাটার প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, বিগত বছরের কথা মাথায় রেখে পর্যটক বরনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে কুয়াকাটার সকল হোটেল মোটেল গুলো। এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় ৬ লক্ষ পর্যটকের আগমন ঘটার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঈদে আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিষ্ট পুলিশ। পর্যটকরা এখানে এসে যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ