মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
মরহুম নাজিউর রহমান মঞ্জু এর স্মরণে ধামরাই উপজেলা কিন্ডারগার্টেন ২০২৪ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ধামরাই শাখার উদ্যোগে উপজেলা বিভিন্ন কিন্ডারগার্টেনের বিভিন্ন শ্রেণীর শতাধিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ধামরাই উপজেলা শাখার সভাপতি সাব্বির হোসেন জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ।
এসময় নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পলি রানী সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসিকুজ্জামান স্বপন, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) জনাব আওলাদ হোসেন, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সমন্বয়ক ও সদস্য সচিব ফরিদ আহমেদ সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য মো. সোহরাব হোসেন প্রমুখ।
Leave a Reply