মকবুল হোসেন, স্টাফ রিপোটার
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের দেখভাল এর দায়িত্ব নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
আজ ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ধীন মোকামিয়াকান্দা গ্ৰামে নিহত দিপুর শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিতে গিয়ে গভীর সমবেদনা জানিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুন বলেন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ কর্তৃক ৫ জন এবং র্যাব কর্তৃক ৭ জন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিহত দিপুর পরিবারের খোজ খবর নিয়াছেন এবং মানবিক সহায়তা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও ঘটনায় জড়িতদের বিচা র এর আওতায় আনা হবে বলে তারা আশ্বস্ত করেন। এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান , সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল মোঃ রাকিবুর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply