আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতা, ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা এবং মব সন্ত্রাসের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা এবারের নির্বাচনকে ‘মাফিয়াদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির পরিবর্তে দেশ বদলের’ নির্বাচনে পরিণত করার আহ্বান জানান। তারা দুর্নীতির অবসান এবং ভূমিহীন মানুষের অধিকার নিশ্চিতের উপর জোর দেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, দেশে ভূমিহীন মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় ৫৬ শতাংশ গ্রামীণ পরিবার ভূমিহীন অবস্থায় রয়েছে। এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে এবং অধিকাংশ সময় বেকার থাকতে বাধ্য হচ্ছে। তারা আরও উল্লেখ করেন যে, ভূমিহীন পরিবারগুলো প্রায়শই স্থানীয় মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়।
বক্তারা সরকারের প্রতি প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বিতরণের জন্য একটি ভূমি সংস্কার কমিশন গঠনের দাবি জানান। একই সাথে, তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিদ্যমান কঠিন শর্তাবলী বাতিলের আহ্বান জানিয়েছেন।
এই যৌথ আন্দোলন চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় প্রান্তিক জনগণের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক, শেখ নাসির উদ্দিন,বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল শিকদার, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ-মিডিয়া সম্পাদক, মামুনুর রশীদ।বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের অর্থ সম্পাদক, শামসুদ্দিন রাকিব। সাংগঠনিক সম্পাদক,
জিয়াউল হক সুমন, কেন্দ্রীয় সদস্য মিলি বেগম। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আহবায়ক বিল্লাল হোসেন। রূপগঞ্জ উপজেলা আহবায়ক
সাফিয়া আলম,সালতা উপজেলা আহবায়ক আসমা আক্তার। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকা দক্ষিণ সদস্য সচিব, কায়সার আহমেদ। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক, ফয়েজ আহমেদ। বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন সভাপতি, জালিস আহমেদ প্রমুখ।
Leave a Reply