মকবুল হোসেন, স্টাফ রিপোটার
ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ীতে পাইওনিয়ার নীটওয়্যার (বিডি) লিমিটেডে কর্মরত শ্রমিক দিপু চন্দ্র দাস’কে নির্মমভাবে গণপিটুনিতে হত্যা ও মৃতদেহ গাছে ঝুলিয়ে পোড়ানোর সাথে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়েছে ময়মনসিংহের সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। এ দাবীতে আজ বিকাল সাড়ে ০৩ টায় বিক্ষোভ সমাবেশ করে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কারখানাতে কর্মরত একটি গোষ্ঠী হীন স্বার্থ চরিতার্থ করতর কারখানার বাহিরের মানুষজনকে উত্তেজিত করে তুলে। এক পর্যায়ে দিপু চন্দ্র দাসকে কারখানার স্থানীয় কর্তৃপক্ষ উত্তেজিত জনতার হাতে তোলে দেয়। উত্তেজিত জনতা দিপুকে হত্যা করে গাছে ঝুলিয়ে নিথর দেহটিকে পুড়িয়ে দেয়। কারখানার সংশ্লিষ্ট অভিযুক্তরা হীন উদ্দেশ্যে বাইরের জনতাকে কারখানার ফটকে জড়ো করিয়ে বীভৎস অপরাধ সংঘটিত করতে প্ররোচিত করেছে।
বক্তারা আরো বলেন, এই বীভৎস ঘটনায় পাইওনিয়ার নীটওয়্যার (বিডি) লিমিটেডের স্থানীয় ও উর্ধতন কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। কর্তৃপক্ষের দায়িত্ব অধীনস্তদের হেফাজত করা বা অধীনস্ত কেউ অপরাধ করলে যথাযথ প্রক্রিয়া অনুসরন করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা। কিন্তু তারা তা না করে বীভৎস মৃত্যুর আশংকা থাকা সত্ত্বেও উম্মত জনতার হাতে তোলে দেয়। যার দায় তাদেরকে নিতেই হবে। কারখানা কর্তৃপক্ষকে আইনের আওতায় আনতে হবে। একটি সভ্য দেশে সভ্য সমাজে এ ধরণের বীভৎস ঘটনার অবতারনা কখনোই কাম্য হতে পারে না। এই হত্যা ও মৃতদেহ আগুনে পোড়ানোর সাথে জড়িত প্রত্যেককে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির সম্মূখীন করা একান্ত জরুরি। ময়মনসিংহের আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে ইতোমধ্যে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সকল অপরাধীকে গ্রেফতার করতে হবে এবং দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের সম্মূখীন করতে হবে।
সমাবেশে সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ আশিকের পরিচালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান, ঈঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, অঞ্জন সরকার,আবু বকর সিদ্দিক রুমেল, নুর আলী চিশতি, মাসুদ করিম, নাজমুল হাসান রাজু খান, তপন রায়, তানজিল হোসেন মুণিম, সৈয়দ আরমান হোসেন ইমন, সজিব আকন্দ, আবু সাইফ মুহম্মদ সাইফুল্লাহ, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম রফিক, আকাশ সরকার প্রমূখ।
Leave a Reply