ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) আজ ৫৪ তম মহান বিজয় দিবস।সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও প্রেসক্লাব সংলগ্ন শহিদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করে জেলা প্রশাসন।
আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি ” এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু সহসাংবাদিক বৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান।
এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,সহ সাধারণ সম্পাদক পয়গাম আলী,সহ -সভাপতি মুরাদ হোসেন, শ্রমিক দলের সভাপতি আঃ জব্বারসহ জেলা বিএনপির মহিলা দল, যুবদল কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, ছাত্র দল সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, পৌরসভা,নেসকোসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply