ঠাকুরগাঁওয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।সভায় বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন ,উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন,জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,বীর মুক্তিযোদ্ধা নুর করিম, আনিসুল হক চৌধুরী
আব্দুর রশিদ,ঠাকুরগাঁও প্রেসক্লাব কোষাধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও আজকালের খবরের জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট,জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার, উপজেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ বেতারের উপস্থাপিকা আতিকা রিতু।
এর আগে প্রেসক্লাব সংলগ্ন বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত ফলক স্মৃতিফলকে পুস্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল।
Leave a Reply