ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দ্বাদশ উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় পিটিআই প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও সদর উপজেলার আয়োজনে (১২-১৪) ডিসেম্বর পর্যন্ত দ্বাদশ উপজেলা কাব ক্যাম্পুরী ও (১৫-১৯) ডিসেম্বর ২০২৪ পর্যন্ত উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট সদর উপজেলা সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ,উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট কমিশনার সাবানা সুলতানা মুক্তা,সম্পাদক রেজাউল করিম লিটন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান মিঠু, সাবেক জেলা শিক্ষা অফিসার ও সাবেক প্রধান শিক্ষক সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও এর প্রবীণ শিক্ষাবিদ জালাল উদ্দিন,ফইজুল ইসলাম,শিবু প্রসাদ ও স্কাউটের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং কাব ক্যাম্পুরী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি গ্রন্থনা ও সঞ্চালনা করেন, সহকারী কমিশনার
ইয়াছমিন আরা পারভীন রোজি, জেলা স্কাউটস ঠাকুরগাঁওয়ের সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, সহকারী কমিশনার জাকিরুল ইসলাম জাকির।
এর আগে পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা,ক্যাম্পুরী পতাকা উত্তোলন করেন কমিশনার সাবানা সুলতানা মুক্তা ছাড়াও কাব ক্যাম্পুরী ও স্কাউট সভাপতি বেলায়েত হোসেন ও সম্পাদক রেজাউল করিম লিটনসহ অতিথি বৃন্দ পতাকা উত্তোলন করেন।
Leave a Reply