উত্তরা প্রতিনিধি :
রাজধানীর উত্তরা এলাকায় একটি খাবার হোটেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক মাসুদ পারভেজকে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তরা এলাকার একটি খাবার হোটেলে গিয়ে মাসুদ পারভেজ নিজেকে উত্তরা প্রেসক্লাবের সভাপতি পরিচয় দেন। এ সময় তিনি হোটেল কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলেও অভিযোগ করা হয়।
ঘটনার বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে স্থানীয় জনতা তাকে ঘিরে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
পুলিশ জানায়, মাসুদ পারভেজ একজন ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকার তথ্য পাওয়া গেছে। নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও প্রাথমিকভাবে তার কাছে কোনো বৈধ সাংবাদিক পরিচয়পত্র বা স্বীকৃত গণমাধ্যমের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি।
উত্তরা থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন,
“চাঁদা দাবির অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সবার ভূমিকা যাচাই করে প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”পুলিশ আরও জানায়, ঘটনার সময় মাসুদ পারভেজের সঙ্গে চপল, মিজান, সবুজসহ আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাদের ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ভুয়া পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply