পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৩ জানুয়ারি/২৬
জীবন জীবীকার সন্ধ্যানে ঢাকা শহরে যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর (নদীপাড়) গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোঃ রনি বাবু (২৭)। রনি বাবু ঢাকার বাড্ডা গুলশান ভাটারা থানার নতুন বাজার এলাকা হাজারী গ্যারেজের একটি ব্যাটারি চালিত রিকশা চালাত। গত ১১ জানুয়ারি রবিবার দুপুরে গ্যারেজ থেকে রনি রিকশা নিয়ে বের হয়। অন্যদিনের মতো গ্যারেজে ফেরার সময় অতিবাহিত হলে গ্যারেজ মালিক সহ তার সহপাঠীরা শহরের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরদিন সোমবার রনির নিখোঁজের বিষয়টি পরিবারকে জানালে তার বাবা-মা ছেলের সন্ধ্যানে উদগ্রীব হয়। ছিনতাইকারী রিকশা কেড়ে নিয়েছে এমনকি তাকে মেরে গুম করতে পারে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য শুনে রনির পরিবার আরো বেশি হতাশা গ্রস্থ। কোন সহৃদয় ব্যক্তি রনি বাবুর সন্ধ্যান পেলে ০১৯৯৭-১৯২৩৭৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন জহুরুল ইসলাম।
Leave a Reply