1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় হোটেলে চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিককে গণধোলাই, তদন্তে পুলিশ নরসিংদীর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজা উপলক্ষে টানানো শুভেচ্ছা ব্যানার খুলে ফেলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন-প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ক্রীড়ায় শৃঙ্খলা ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরলেন কমিশনার হালুয়াঘাটে ইমাম ও খতিবদের নিয়ে সংসদ নির্বাচন ও গন ভোট বিষয়ে মত বিনিময় সভা নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার জয়পুরহাটে যৌথ অভিযানে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রামে কৃষিজমির উপরিভাগের মাটি সংগ্রহ করার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা বীরগঞ্জে গণভোট-২০২৬ উপলক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আলোচনা সভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজা উপলক্ষে টানানো শুভেচ্ছা ব্যানার খুলে ফেলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

বস্তুর উর্ধ্বে মানব সত্তার প্রবক্তা,মানবতার রাজনীতির প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজা উপলক্ষে টানানো শুভেচ্ছা ব্যানার খুলে ফেলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, ২৩ জানুয়ারি সরস্বতীপূজা উপলক্ষে ক্যাম্পাসের কয়েক জায়গায় টানানো ব্যানার সরিয়ে ফেলা নিজের মানুষ স্বত্বাকে হারিয়ে ফেলা। আল্লামা ইমাম হায়াত বলেন, কারো ব্যক্তিগত জীবনের উপর কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না। ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ তালেবান মানে ইসলামপন্থী নয়। ওরা ইসলামের বিপরীত ও ইসলামের ধ্বংসাত্মক শত্রু ওয়াবিবাদ মওদুদিবাদ কুফরি মতবাদ।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের জীবননীতি হচ্ছে আমরা কোনো একক ধর্ম ও একক মতবাদ বা একক অঞ্চল বা বিশেষ কোনো জনগোষ্ঠীর একক গোষ্ঠীর সংগঠন নয়। ইনসানিয়াত বিপ্লব মানুষ হিসেবে সব মানুষের নিজের অস্তিত্ব হিসেবে তার মানবসত্তার ভিত্তি ও আত্মপরিচয়ের উৎস উপলব্ধির সংগঠন, কেবল দেহ ভিত্তিক ও প্রবৃত্তির অন্ধদাস জৈবিক জীব মানুষ থেকে বিবেকবোধসম্পন্ন ও ন্যায় অন্যায়ের পার্থক্য করার উপলব্ধি সম্পন্ন এবং মানবিক দৃষ্টি ও মানবিক চেতনার ধারক এবং সর্বোপরি আস্তিক্যভিত্তিক আলোকিত মানবাত্মা ভিত্তিক মানুষ তৈরির সংগঠন।
বস্তুবাদের আঁধারে মানবসত্তা হারিয়ে- মানবাত্মার বিণাশ ঘটিয়ে- মানবিক চেতনা হারিয়ে- বস্তুবাদি জাতীয়তাবাদের আঁধার গ্রাসে মানব জাতীয়তা হারিয়ে মানুষ দাবির অসত্যতা উপলব্ধি এবং বস্তুবাদি অমানুষ হওয়ার প্রক্রিয়া থেকে আত্মিক মৃত্যু মানবাত্মার মৃত্যু মানবিক দৃষ্টির মৃত্যু থেকে আত্মরক্ষা ও সব মানুষের আত্মিক অস্তিত্ব রক্ষার সংগঠন।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, রাষ্ট্র সবার সব মানুষের, ইসলামের নামে কেবল মুসলিমদের রাষ্ট্র ইসলামের শিক্ষার বিপরীত ইসলামের নামে ধোকা। ইসলামের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ইসলামের নীতিবিরুদ্ধ, কারন ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেয়া আল্লাহতাআলা কোরআনুল করীমে নিষিদ্ধ করেছেন। ইসলামের নির্দেশিত রাষ্ট্র মানবতার রাষ্ট্র মানে মানুষ হিসেবে মুসলিম অমুসলিম সবার নিরাপত্তা-স্বাধীনতা- অধিকার- মর্যাদা- মালিকানার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত।
আল্লামা ইমাম হায়াত বলেন, রাষ্ট্র নয় এক গোষ্ঠীর, রাষ্ট্র সবার সব মানুষের । ইসলামের নামে রাষ্ট্র মানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ বলপূর্বক ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলাম হত্যা করা। মানুষের জন্য আল্লাহতাআলার রাসুল প্রাণাধিক প্রিয়নবীকে আল্লাহতাআলা শুধু মুসলিমদের নন সব মানুষের সব সৃষ্টির জন্য আল্লাহতাআলা রাব্বিল আলামীন অসীম রহমত সত্য ও মানবতার মুক্তি ও সকল কল্যাণ নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদার উৎস ঘোষণা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ