মকবুল হোসেন,স্টাফ রিপোটার
, ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে ময়মনসিংহ র্যাব-১৪, কর্তৃক ০৭ জন গ্রেফতার করা হয়।
ভিকটিম দিপু চন্দ্র দাস(২৮), পিতা-রবিলাল চন্দ্র দাস, সাং-মোকামিয়াকান্দা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডুবুলিয়া পাইওনিয়র নিট ফ্যাক্টরীর শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৫খ্রিঃ রাত অনুমান ২১:০০ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোর পূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। যার স্থির এবং ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় ভালুকা থানায় মামলা নং-২৬, তারিখ-১৯ ডিসেম্বর ২০২৫খ্রি: ধারা-১৪৭/১৪৯/৩০২/২০১/২৯৭/৩৪ পেনাল কোড রুজু হয়। ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর আভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষন ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ এবং যাচাইপূর্বক বর্ণিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে অদ্য ২০ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ০৩০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১। মো: তারেক হোসেন (১৯), ২। মো: লিমন সরকার, ৩। মোঃ মানিক মিয়া (২০), ৪। এরশাদ আলী(৩৯), , ৫। নিঝুম উদ্দিন (২০), ৬। আলমগীর হোসেন (৩৮), ৭। মোঃ মিরাজ হোসেন আকন(৪৬) ‘দের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।ময়মনসিংহ র্যাব -১৪কর্তৃক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply