নিজস্ব প্রতিবেদক
উখিয়ার রুমখাঁ পালং উচ্চ বিদ্যালয়ে আজ ২৫ নভেম্বর অনুষ্ঠিত হলো দুই নিবেদিতপ্রাণ শিক্ষক আব্দুল সামাদ ও নুর আহম্মদ হোসেন-এর বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক নুরুল আমিন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রিমন বড়ুয়া মিশু।
উপস্থিত ছিলেন: লুৎফুর রহমান মানিক, জাহেদ আলম, নাসির উদ্দিন, বাবু অমূল্য চরণ বড়ুয়া, সহকারী শিক্ষক মাহবুবুল আলম, মতিউর রহমান নিজামী, এবং দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রিদুয়ানুল করিম ও মোহাম্মদ আবদুল্লাহ।
বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট, ফুল ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, “বিদায় শুধুই বিচ্ছেদ নয়, নতুন পথচলার অনুপ্রেরণা।” শিক্ষার্থীরা তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। দুই বছরের নিষ্ঠাবান সেবার পর বিদ্যালয় ছেড়েছেন দুই শিক্ষক, কিন্তু তাদের শিক্ষা ও উদ্দীপনা শিক্ষার্থীদের হৃদয়ে দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
Leave a Reply