নিজস্ব প্রতিবেদক, জাহেদ আলম।
উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচির সহায়তায় ঝরে পড়া রোধে ৬ষ্ঠ–৮ম শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ক্লাস পার্টির আয়োজন করেছে। শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ততা শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে উখিয়ায় ব্যতিক্রমী উদ্যোগ। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীরা নিজেরাই আয়োজন করেছে ক্লাস পার্টি।
জহেদ আলমের প্রতিবেদনে বিস্তারিত
উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই ক্লাস পার্টি। ঝরে পড়া রোধে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে আয়োজন করে অনুষ্ঠানটি।
প্রধান শিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মাঈনুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা মরিচ্যা ব্রাঞ্চ ম্যানেজার বিনোদ চন্দ্র দাস।
অনুষ্ঠানের শুরুতে ছিল কোরআন, ত্রিপিটক, গীতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা জানায় আশার সহযোগিতা তাদের শিক্ষা জীবনে নতুন উদ্যম জুগিয়েছে। সুযোগ পেলে তারা সমাজ ও দেশের জন্য অবদান রাখতে চায়।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা জানান তারা দেখে আসছে ২০১১ সাল থেকে আশা পুরো দেশজুড়ে প্রান্তিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে। আগামিতে ৯ম–১০ম শ্রেণিকেও এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা আছে।
বর্তমানে ৬৪ জেলায় ১৫ হাজারের বেশি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিচ্ছে আশা।
শিক্ষার্থীরা বলেন, আমরা
আশা শিক্ষা কর্মসূচির আগামী বৎসরও যেন পর্যায়ক্রমে এ সুবিধাটি কাজে লাগাতে পারি এবং পূনরায় চালু প্রস্তাব আশা রাখছি কর্তৃপক্ষের কাছে আমরা মেধাবী দরিদ্র কোমলমতি শিক্ষার্থীরা।
Leave a Reply