বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের কর্মসূচি পালন করে
ইমন রহমান নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মোকছেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক( যুগ্ন সাধারন সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকীবিল্লাহ ও পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমামুল খান ইমন এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ জনাব তারেক রহমানের দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন ও নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেন। দোয়া শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply