1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ - Crime Report 24
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের এক নারীকে আটক করেছে পুলিশ রংপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের অনুদানের চেক বিতরণ জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে পানছড়িতে বিএনপি ও যুবদলের লিফলেট বিতরণ ও সাংগঠনিক সভা পাঁচবিবিতে টি-20 চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধন ত্রিশালে নামাজের জন্য উন্মুক্ত করা হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১ পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত

জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

  • প্রকাশকাল: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মাসুদ রানা প্রধান। এই খবরে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের বড় অংশ ফয়সাল আলিমকে বেশি যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।

অন্যদিকে, মনোনয়ন ঘোষণার পর জামায়েত কর্মীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জামায়াত কর্মী আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দিয়েছেন। স্থানীয় ভোটারদের মতে, বিএনপি যথাযথ ব্যক্তিকে মনোনয়ন না দিলে জামায়েত সহজেই নির্বাচনী বৈতরণী পার হতে পারে।

রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন, বর্তমান শিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্ম এমন নেতৃত্ব চায়, যারা আধুনিক চিন্তাভাবনা ও নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক। মাসুদ রানা শিক্ষাগত যোগ্যতা নিয়ে ও রাজনৈতিক পরিপক্কতাও প্রশ্নবিদ্ধ। অন্যদিকে ফয়সাল আলিম উচ্চশিক্ষিত ও রাজনৈতিকভাবে পরিপক্ব। শিক্ষাগত যোগ্যতা ও কৌশলগত নেতৃত্বের দিক থেকে ফয়সাল আলিম অনেক এগিয়ে আছেন বলেই মনে করছেন দলীয় নেতারা।

এছাড়া স্থানীয় রাজনীতিতে রানা প্রধানের নামের সঙ্গে বেশ কিছু বিতর্ক জড়িয়ে আছে। অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের কিছু নেতাকে আর্থিক লেনদেনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি পেতে সহায়তা করেছেন। তাছাড়া চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন এবং কিছু সহযোগীর মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও শোনা যাচ্ছে। জয়পুরহাট থানার চকবরকত ইউনিয়নে তার ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে গরু লুট ও হিন্দু পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এসব অভিযোগ নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীদের হাতে শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে, যা ধানের শীষের প্রার্থীর ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

ফয়সাল আলিম জয়পুরহাটের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা মরহুম আব্দুল আলিম। এই পরিবারের প্রতি দীর্ঘদিনের জনআস্থা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং এলাকায় অব্যাহত জনসম্পৃক্ততা তাকে তৃণমূলের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, জয়পুরহাট-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৩ হাজার। এর মধ্যে মরহুম আব্দুল আলিমের প্রায় ৬০/৭০ হাজারের মতো নিজস্ব ভোটব্যাংক আজও সক্রিয় রয়েছে, যা ফয়সাল আলিম সহজেই কাজে লাগাতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ