মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টার:
নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন,জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জাতীয় সংসদের সাবেক ডিপুটি স্পিকার ও বিএনপি চেয়ারম্যান পার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে, মো:পারভেজ আরেফিন সিদ্দিকী জনির অনুসারী নেতাকর্মীরা।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ডে প্রধান সড়কের দুধারে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে নওগাঁ ৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো:ফজলে হুদা বাবুলের নাম ঘোষণা করা হয়েছে,যা তৃণমূল বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে মো:পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানান।
Leave a Reply