1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বদলগাছীতে ৫শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের স্বেচ্ছায় বিএনপিতে যোগদান - Crime Report 24
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বদলগাছীতে ৫শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের স্বেচ্ছায় বিএনপিতে যোগদান ২ লক্ষ টাকার বাংলাদেশী মালামাল পাচার কালে আটক করেছে ৩ বিজিবি বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত অপরাধীরা পূবাইল এড়িয়ে চলুক, কঠোর বার্তা নতুন ওসি খালিদ হোসেন আদিবাসী মেধাবী শিক্ষার্থীদেরকে সবার সহযোগিতায় উঠিয়ে নিয়ে আসতে হবে- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার পাঁচবিবির আদিবাসীরা পেল উন্নত জাতের ছাগল টাঙ্গাইলের মধুপুরে ৮০বছর বয়সেও বিধবা রহিমার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ শাহানা হানিফ পুনর্নির্বাচিত জুমানি উইলিয়ামস ফের পাবলিক অ্যাডভোকেট ময়মনসিংহ র‍্যাব ১৪ অভিযানে ভৈরব থেকে পলাতক আসামি গ্রেফতার ০১ নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে ৩ যুবকের কারাদন্ড

বদলগাছীতে ৫শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের স্বেচ্ছায় বিএনপিতে যোগদান

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ৫শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। ফজলে হুদা বাবুল এমপি প্রার্থী মনোনীত হওয়ায় তাকে ভালোবেসে ওই সকল পরিবার স্বতঃস্ফূর্ত হয়ে স্বেচ্ছায় যোগ দিয়ে ধানের শিষের ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

বৃহস্পতিবার ৬ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার শুরকালি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন।

যোগদানের এই আয়োজন করেন স্থানীয় মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি সদ্য ঘোষিত
নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, “বিএনপি জনগণের দল। আজ দেশের মানুষ পরিবর্তন চায়—এই যোগদান তারই প্রমাণ।” আগামীর দিন গরীবদের দিন, সাধারণ মানুষের দিন, হিন্দু মুসলিমদের দিন।

ফজলে হুদা বাবু বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। আজ যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।” আপনারা আমাকে যে ভালোবাসা দিলেন, আমি আমৃত্যু সেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো।

সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের মধ্যে বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়নের মহিলা সদস্য জগবতী রাণী। আর পুরুষদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীকুল এলাকার লগেন কুজুর, চকবেনী এলাকার সন্দীপ কেরকাটা, মাহমুদপুর এলাকার পরিনল কুজুর, কাস্টগারীর প্রশান্ত দেবনাথ ও মনোরঞ্জন শীল।

তারা বলেন, “আমরা বহুদিন উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এছাড়া ফজলে হুদা বাবুল আমাদের পরিচিত ও এলাকার সন্তান। তিনি আগে থেকেই আমাদের খোঁজ খবর রাখতেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। তাই তাকে ভালোবেসে আমরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলাম।

তারা আরও বলেন, ফজলে হুদা বাবুল ও বিএনপির প্রতি আমাদের আস্থা—তাই আজ আমরা একসঙ্গে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলাম। আমরা উন্নয়নের স্বার্থে ফজলে হুদাকে ধানের শিষ প্রতিকে ভোট দিবো। এবং আমরা আমাদের নায্য অধিকার আদায় করে নিবো।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ- সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ ছাত্র দল,যুবদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতারা জানান, এ যোগদান বিএনপির জন্য বদলগাছীতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই গণযোগদান বদলগাছীতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়িয়ে দেবে। তারা মনে করছেন, এ যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। পাশাপাশি বাড়িয়ে দিবে ফজলে হুদা বাবুলের জনপ্রিয়তা।

তবে অনুষ্ঠান শুরুর আগে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ