পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৬ নভেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সুফলভুগীদের মাঝে ছাগল প্রদান করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ২’শ জন হতদরিদ্র নারী পুরুষের প্রতি জনকে ২’টি করে উন্নত জাতের ছাগল প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতালের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ উপকারভোগীদের মাঝে ছাগলগুলো বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, ভ্যাটেরিনারী সর্জেন ডাঃ মোঃ ফয়সাল রাব্বী, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, প্রাণীসম্পদ অফিসের কর্মচারীবৃন্দ সহ ভুক্তভোগীরা।
Leave a Reply