মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর দারুল উলুম সালাফিয়াহ মাদরাসায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর ২০২৫ সোমবার রাতে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরিয়তপুর দারুস সুন্নাহ সালাফিয়াহ মাদ্রাসার প্রিন্সিপাল ও ঢাকা সাভার পুলিশ কমিউনিটি উপদেষ্টা শাইখ হাফেজ আব্দুল্লাহ শাহীন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কুমেদপুর দারুল উলুম সালাফিয়াহ মাদরাসার পরিচালক শাইখ শামছুর রহমান সাঈফী,
পলাশবাড়ী মনোহরপুর আদর্শ দাখিল মাদরাসার সুপার শাইখ মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দাওরায়ে হাদিস ও খতিব, কিশামত গোপালপুর আহলে হাদীস জামে মসজিদ শাইখ মোঃ জাহিদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস মহাপরিচালক, দারুল হুদা ইসলামি কমপ্লেক্স, রাজশাহী শাইখ ড. মোজাফফর বিন মুহসিন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পরিচালক, দারুন নাজাত মহিলা মাদরাসা, বগুড়া — হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল মামুন সালাফী, প্রধান শিক্ষক, বড়চালা তালেব আলী মাস্টার সালাফিয়া মাদরাসা, ময়মনসিংহ খতিব, বড়ইকুড়া তারাকান্দা জামে মসজিদ, জামালপুর
শাইখ আব্দুল হামিদ বিন মামুন রাকিবুল হাসান সালাফী।
মাহফিলে বিপুলসংখ্যক ইসলামপ্রিয় মানুষের উপস্থিতি ছিল। নারীদের জন্য পর্দাসহ আলাদা বসার ব্যবস্থা ও প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখার সুযোগ রাখা হয়।
মাহফিল শেষে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply