কামাল উদ্দিন জয় রিপোর্টে বিস্তারিত
উখিয়া (৩১ অক্টোবর ২০২৫):
ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (YOSD)-এর আয়োজনে এবং হলদিয়া পালং শিশু ও যুব ফোরামের সহযোগিতায় “মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী ক্ষমতায়ন” বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বল নিক্ষেপ প্রতিযোগিতা, মেহেদী আর্টস ক্যাম্পেইনসহ মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন
কফিল উদ্দিন
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা
সাইফুল ইসলাম মানিক
সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা
নিলুফা ইয়াসমিন
সহ-নারীপ্রধান নির্বাহী কর্মকর্তা
সুমাইয়া সুলতানা বেলী
নির্বাহী সদস্য
ফাতেমা আক্তার টুম্পা
নির্বাহী সদস্য
জেসমিন জান্নাত ঝর্না
সদস্যসহ
বিভিন্ন প্রকল্পের অফিসারবৃন্দ ও সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
সাথে ৭০ জনেরও অধিক যুবতীদের নিয়ে এই শেসন পরিচালনা করা হয়। এতে মানসিক স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, মেহেদী আর্টস এক্সিবিশনের মাধ্যমে সকল অংশগ্রহণকারীদের উক্ত বিষয়ে সচেতন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জালাল উদ্দিন সোহাগ, সভাপতি, হলদিয়া পালং যুব ফোরাম।
Leave a Reply