 
							
							 
                    হাকিকুল ইসলাম খোকন,
জাতীয় নির্বাচন আসন্ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথা মতে আগামী ২০২৬ইং ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর আইবিএননিউজ ।
চলছে প্রার্থী বাছাই। এমতাবস্থায় যেকোনো দলের প্রার্থী বাছাই পর্বে টেকসই বাংলাদেশে গড়তে দলের নীতি নির্ধারকদেরকে অর্থ, পেশী শক্তি বা পারিবারিক পরিচয়ের ঊর্ধে উঠে যোগ্য, প্রকৃত দেশ প্রেমিক ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্বকে দেশ পরিচালনায় প্রাধান্য দিতে হবে  ।এমনই একজন সৎ,যোগ্য ও  জিয়ার প্রকৃতির সৈনিক হিসেবে পরিচিত,নেত্রকোনা জেলার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও শিল্প উদ্যোক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যোগ্য ও দক্ষ সংগঠক হিসাবে আলোচিত ব্যক্তিত্ব  আব্দুস সালাম ভূঁইয়া ১৫৯-নেত্রকোনা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের বিএনপি’র যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় স্থান পেয়েছে। বিগত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের দুর্দিনে যখন অত্র এলাকার অত্যন্ত যোগ্য ও সৎ ব্যক্তি কর্নেল সৈয়দ আতাউল হক আতিককে দলীয়  প্রার্থী  মনোনীত করেন তখন আব্দুস সালাম ভূঁইয়া দলের প্রতি আনুগত্য হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে অকুতোভয় জিয়ার সৈনিক ও কর্নেল  আতিকের প্রধান সিপাহসালা হিসেবে সাংগঠনিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন এবং পরবর্তীতে ঢাকায় বসবাসরত অবস্থায়  কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘ পথ চলা। এমতাবস্থায় কর্নেল আতিকের বার্ধক্য জনিত অবস্থায় তারই ঘনিষ্ঠ আত্মীয় ও যোগ্য উত্তরসূরী হিসাবে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম ভূঁইয়াকে নেত্রকোনা -৪ (মদন মোহনগঞ্জ খালিয়াজুরি) আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত করলে  এলাকার জনসাধারণের অধিকার ও প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী বিশ্বাস।আবদুস সালাম ভূঁইয়াকে দলের মনোনয়ন দেয়া হলে তিনি বিজয়ী হবেন ।
 
 
                                                 
 
                                                
Leave a Reply