রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর -১ আসন (কাহারোল – বীরগঞ্জ) জাতীয় নির্বাচন আনুষ্ঠানিক যাত্রা পথে, রাজনৈতিক সমর্থকের মধ্যে রয়েছে গভীর সমীকরণ।
উক্ত আসনে বিএনপি’র দলীয় কোন্দল ৪ নেতা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর দৌড়ঝাঁপ ও প্রচার প্রচারণায় ব্যস্ত। মনোনয়ন পেতে দলীয় হাইকমান্ডে তৎপরতায় ৪ নেতাই মনোনয়ন পেতে আশাবাদী, প্রত্যাশা যেখানে কারোই কম নয়।
১,মনজুরুল ইসলাম মঞ্জু।
২,জাকির হোসেন ধলু।
৩,মামুনুর রশিদ চৌধুরী।
৪, মেহেদী হাসান সুমন।
জামায়াত দলীয় প্রার্থী চূড়ান্ত ঘোষণা।
১,মতিউর রহমান।
এদিকে জামায়াত মনোনীত ১ জন প্রার্থী মতিউর রহমান দলীয় সিদ্ধান্ত অগ্রিম চূড়ান্ত, ঘোষণায় প্রচারণা চলন্ত শহর থেকে গ্রামে জননতার বিশ্বাস আস্থা নির্ভরযোগ্যে একান্ত বৈঠক চালিয়ে যাচ্ছে প্রচার- প্রচারণা নেতাকর্মীরা একযোগে ব্যস্ত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ।
১,অ্যাডভোকেট চাঁন মিয়া,দলীয় সিদ্ধান্ত মনোনয়ন ঘোষণা প্রচারণায় ব্যস্ত।
গভীরে রয়েছে বিশেষ সমীকরণ অপেক্ষায় নির্বাচন।
Leave a Reply