স্টাফ রিপোর্টার তাওলাদ হোসাইন
১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারী সহ ০৩ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত আসামিরা অত্র এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এই সংঘবদ্ধ চক্রটির সদস্যরা গ্রেফতারকৃত আসামি সাইদুল বেপারী এর নেতৃত্বে পরস্পর যোগসাজসে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগগন এবং সিএনজি, অটো ড্রাইভারদের নিকট হতে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি ও ছিনতাই করে থাকে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্র পত্রিকায়, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীর দৌরাত্ম্য নিয়ে নানাবিধ খবর প্রচার ও লেখালেখি হয়।
৩। এরই প্রেক্ষিতে র্যাব ১১, নারয়ণগঞ্জ এর একটি গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে র্যাব ১১, সিপিএসসি, আদমজীনগর, এর একটি আভিযানিক দল ২৫ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত্রি ১১ ঘটিকার সময় চিটাগাং রোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারী সহ ০৩ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তাদের নিকট হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০২টি সুইচ গিয়ার ও ০১ টি ধারালো চাকু উদ্ধার করা হয়। গ্রেফতরকৃত আসামিরা হলো ১। সাইদুল বেপারী (২৭), পিতা-মোঃ শাহআলম, মাতা-আসমা বেগম, সাং-ইস্পাহানী সোনাচারা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সৈকত হোসেন (২৮), পিতা-হুমায়ুন কবির, মাতা-শামিমা বেগম, সাং-গোদনাইল বার্মাস্ট্যান্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ হৃদয় (২০), পিতা-মৃত মাসুদ, মাতা-রিনা বেগম, সাং-রহমতগঞ্জ শিববাড়ী, ডাকঘর-মোদাফ্ফরগঞ্জ, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা। উক্ত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য একটি নিয়মিত মামলা রুজু করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply