মকবুল হোসেন,স্টাফ রিপোটার
ময়মনসিংহের তারাকান্দায় জমির জমাকে কেন্দ্র করে হত্যা মামলার পলাতক অভিযুক্ত বদিউজ্জামান বদি(৫২)কে ময়মনসিংহ র্যাব ১৪কর্তৃক গ্রেফতার করা হয়।
এজাহারের বিবরন মতে, বাদী ইকবাল হোসেন (৫৪), পিতা-মৃত-আব্দুল খালেক, সাং-পশ্চিম মালিডাঙ্গা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ ও বিবাদীদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ সহ মামলা চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ১২ আগস্ট ২০২৫খ্রি. দুপুর আনুমানিক ০২:২০ ঘটিকায় ডিসিষ্ট সোহাগ মিয়া(২০) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পশ্চিম মালিডাঙ্গা সাকিনস্থ সুরুজ মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর পৌঁছামাত্রই ধৃত অভিযু্ক্ত সহ এজাহার নামীয় অভিযুক্তগণ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের পথরোধ করে চার দিকে ঘেরাও করে ধারালো রাম দা, লোহার রড, সলফি, চাইনিজ কুড়াল দিয়ে অতর্কিত আক্রমণ করে। ভিকটিমের চিৎকার শুনে বাদী সহ অন্যান্য সাক্ষীগণ ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় ভিকটিমের পিতা-ইকবাল হোসেন(৫৪) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তারিখ:১৭ আগস্ট ২৫খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর থেকে র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়।
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত আসামীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সিপিএসসি, র্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা এর সহায়তায় ২৬ অক্টোবর ২০২৫খ্রিঃ দুপুর অনুমান ১৩:৪৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার আদাবর থানাধীন বায়তুল আমান হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সোহাগ মিয়া (২০) হত্যা মামলার ২ নং এজাহারনামীয় পলাতক অভিযুক্ত মোঃ বদিউজ্জামান বদি (৬২), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও উল্লেখ্য যে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল উক্ত মামলার ৭ নং এজাহার নামীয় পলাতক আসামী মামুনুর রশিদ(৩৫) কে গত ২৩ আগস্ট ২৫খ্রিঃ আনুমানিক ১৮:১০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply