এম রাসেল সরকার:
‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলাম।
তিনি দীর্ঘদিন যাবত জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় অর্থনীতি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকও। দেশের সাংবাদিকদের অধিকার আদায়ের ২১ দফা বাস্তবায়ন আন্দোলনের প্রথম মুখপত্র। তিনি বর্তমানে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার একজন দায়িত্বশীল মহাসচিব হিসেবে দায়িত্বে আছেন।
সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, গতকাল ২৪ অক্টোবর ২০২৫ তারিখ কালের কন্ঠ পত্রিকায় সরকারি জমি দখল করে ভূমিহীনদের পথ বন্ধের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে শিরোনামে প্রকাশিত সংবাদ’টি শতভাগ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত।
আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে, যা পক্ষপাতদুষ্টতার নিদর্শন। এই ক্ষেত্রে আমার কোনো বক্তব্য নেয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।
প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে,
নাটোরের বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি চকপাড়া এলাকায় সরকারি ভিপি জমি দখল করে ভূমিহীন পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে। পথ বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার কয়েকটি ভূমিহীন পরিবার বিপাকে পড়েছে বলে অভিযোগ করেছেন বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
মূলত জমির মালিক মো: মতিউর রহমান মধু। এই জমি দিয়ে মানুষ চলাচলের রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে ভ্যান ও অটোরিকশা নিয়মিত চলাচল করতেছে। জমিটি আমার বাড়ির পাশে। আমি জমির মালিক না। জমির মালিক এর সাথে অভিযোগ কারিদের দীর্ঘদিন জমি নিয়ে সমস্যা চলে আসছে। মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
তিনি আরও বলেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকায় আমাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তত্ত্বের ভিত্তিতে প্রকাশিত সংবাদের আমি তিব্র ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমার নামে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ভুয়া সংবাদ প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার প্রস্তুতি নিচ্ছি।
আমার বিষয় বিভ্রান্ত না হয়ে যেকোন বিষয়ে আমার সাথে যোগাযোগ করার জন্য সকল কে অনুরোধ করছি।
Leave a Reply