পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৫ অক্টোবর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা কৃষকদলের উদ্যোগ আগামীতে সংসদ নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর কমিউনিটি সেন্টারে শনিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রাহিদ হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, আবু তাহের, পৌর কৃষকদলের আহবায়ক ফরহাদ হোসেন লিটন, সদস্য সচিব মোঃ ছানোয়ার হোসেন, জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, উপজেলা যুবদল নেতা নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, ছাব্বির হোসেন, রাজ খান, উপজেলা মহিলাদলের সভানেত্রী নাজমা আক্তার, সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলাদলে সভানেত্রী নিলুফা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব এস এম নাহিদ, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউর রহমান রকি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান ও সম্পাদক সাকিব হাসান সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মামুন দেওয়ান।
Leave a Reply