মকবুল হোসেন, স্টাফ রিপোটার
ময়মনসিংহ মহানগর জামায়াত এর উদ্যোগে নভেম্বরের মধ্যেই গণভোট ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যেবিক্ষোভ সমাবেশ ও মেসির অনুষ্ঠিত হয়।
আজ ২৫ অক্টোবর শনিবারবেলা ৩.৩০ ঘটিকায় ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর জামায়াত এর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বিগ খুব সমাবেশে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, নভেম্বর এর মধ্যেই গণভোট এর আয়োজন করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে অন্যথায় দেশবাসী তা মেনে নেবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই জাতীয় নির্বাচন এর আয়োজন করতে হবে। বিভিন্ন জায়গায় একটি বিশেষ দল এর লোকজন আমাদের প্রার্থীদের গণসংযোগে হামলা করছে ও পোস্টার ছিড়ে ফেলছে, প্রচারকার্যে বিঘ্ন ঘটাচ্ছে এসব কিসের লক্ষণ। এগুলো বন্ধ না করলে অন্যথায় পরিণতি ভালো হবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য প্রার্থী আছাদুজ্জামান সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।
বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর সমাবেশ স্থল থেকে শুরু হয়ে নগরীর বড় মসজিদ এর সামনে দিয়ে জিরো পয়েন্ট হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, ইঞ্জি. আব্দুল বারী, মাস্টার হায়দার করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলে অংশগ্রহণকারী নেতা কর্মীগন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকর, জাতীয় পার্টিসহ চৌদ্দ দল নিষিদ্ধের স্লোগান দেন।
Leave a Reply