স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বৌদ্ধ সম্প্রদায়ের মহান ধর্মীয় শ্রেষ্ঠ উৎসব চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় ধুমারপাড়া সংঘরত্ন বিহারের দানোত্তম কঠিন চীবর দান ২৪ অক্টোবর, শুক্রবার, দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল ভোর ৫ টায় বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ, ভোর ৫.৩০টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বুদ্ধপূজা ও সমবেত প্রার্থনা, সকাল ৯ টায় কঠিন চীবর দান সভাও অষ্ট পরিস্কারসহ মহাসংঘদান অনুষ্ঠান।
সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মজ্যোতিকাধ্বজ ভদন্ত শিক্ষাবিদ বসুমিত্র মহাথেরো। প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ ভদন্ত সত্যানন্দ মহাথেরো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রুবেল বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সাবেক মহাসচিব ভদন্ত এস ধর্মতিলক স্থবির। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির।
প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেন, চট্টগ্রাম উপজেলার বৌদ্ধ অধ্যুষিত ধুমারপাড়া গ্রামটি অবহেলায় জর্জরিত ছিল। বর্তমান ড. মুহম্মদ ইউনূস সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পুনর্গঠিত হলে এতে আমি ট্রাস্টি হিসেবে দায়িত্ব গ্রহণ করি। ট্রাস্টি হওয়ার পর থেকে ধুমারপাড়া বৌদ্ধ গ্রামের মতো পিছিয়ে পড়া গ্রাম ও বৌদ্ধ বিহারের উন্নয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, বেপারীপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, পাথরঘাটা মহাবোধি বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকানন্দ মহাস্থবির, জামিজুরী সার্বজনীন গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, জোয়ারা খানখানাবাদ পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপাল স্থবির, হাশিমপুর সুনন্দারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীজ্যোতি স্থবির, সাতবাড়ীয়া শান্তি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিষ্যমিত্র স্থবির, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও দৈনিক লোকালয় চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান স ম জিয়াউর রহমান, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের স্টাফ রিপোর্টার বিপ্লব বিজয়, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার নজীব চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. চন্দ্র মল্লিকা চৌধুরী। বিশেষ জ্ঞাতি ছিলেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ও সমাজসেবী কুমার বিশ্বজিৎ বড়ুয়া। সব শেষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিহারের অধ্যক্ষ ভদন্ত ত্রিশংকর স্থবির।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অমল বড়ুয়া, কার্যকরী সভাপতি তুষার কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সজল বড়ুয়া ও অর্থ সম্পাদক সাধন বড়ুয়া।
Leave a Reply