আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টায় পানছড়ি সাবজোন সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লোগাং ও চেঙ্গী ইউনিয়নের হেডম্যান, কারবারী, চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক বিএ-৮৪৪১ মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন। সভাপতিত্ব করেন পানছড়ি সাবজোন কমান্ডার বিএ-১১১০৩ ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম,
সম্মেলনে দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, উন্নয়নমূলক কার্যক্রম ও স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পার্বত্য এলাকার উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply