1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
"গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত - Crime Report 24
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত সাঘাটায় সামাজিক সংগঠন “নবস্বপ্নে অগ্রজের স্পর্শ ” এর পথচলায় আলোচনা সভা… দুর্গাপুরে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন কালিয়াকৈরে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের মতবিনিময় সভা পাঁচবিবি কৃষকদলের উদ্যোগ মতবিনিময় সভা ফেনীতে বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ভালোবাসার বাঁধনে সাইজুদ্দিন আহমেদ! কালিয়াকৈর পৌরসভায় গণমানুষের হৃদয়ের দাবি: ‘আমরা তাঁকে মেয়র হিসেবে দেখতে চাই’ গজারিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান পুরানো ছবি ব্যবহার করে আমতলীর ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার, নিন্দার ঝড় নাগেশ্বরীতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানে সংলাপ অনুষ্ঠিত কালের কন্ঠ পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

“গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,
ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, এয়ারপোর্টে প্রবাসীদের নানা ধরনের হয়রানি বন্ধ, ও সিলেট বিভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়ন করার আহবান ।

আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয়,কিন্তু আমরা সিলেটবাসী প্রতি মুহুর্ত প্রশাসনিক অবহেলার ছায়ায় বঞ্চনার শিকার হচ্ছি, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এই ক্ষোভ প্রকাশ করেছেন। আইবিএননিউজকে এ সংবাদ পাঠিয়েছন শেখ নুরুল ইসলাম ।

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক সিলেটবাসীর উপস্থিতিতে বৃটেনের কেন্ট শহরের স্থানীয় সেন্টারে ২৩ শে অক্টোবর ,বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সংগঠন এর সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন কমিউনিটি লিডার হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া ও শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।

সংগঠন কেন্ট রিজিওনের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ ও সাউথ ইস্ট রিজিওনাল কেন্দ্রীয় কো-কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী জামাল হোসেন এর যৌথ পরিচালনায় উক্ত সম্মেলন ও ডিনারপার্টিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই,
বিশেষ অতিথি গ্রেটার সিলেট ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব, প্রাক্তন সেক্রেটারি ৭১ এর বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, সংগঠন এর কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. মুজিবুর রহমান, সাউথ ইস্ট রিজিওনাল জয়েন্ট কনভেনর রেজাউল করিম সিপার,সদস্য সচিব তাজুল ইসলাম, সাংগঠনিক শাহ শাফি কাদির, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রাফি, সৈয়দ কাহের, রেজাউল কবির রাজা, মুস্তাফিজ খন্দকার পায়েল,মুক্তিযোদ্ধার সন্তান কবি নুরজাহান রহমান শিল্পী,ও জায়েদ ইমতিয়াজ চৌধুরী, সহ কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্ট রিজিওনাল নতুন কমিটিতে যুবসংগঠক
মুক্তার আলীকে চেয়ারপার্সন , তাহামুল হোসেন লিটনকে জেনারেল সেক্রেটারী, আব্দুল আহাদকে ট্রেজারার, ও কবি নুরজাহান শিল্পীকে উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত করা হয়েছে।
সংগঠন এর প্রয়াত নেতৃবৃন্দের ইসহালে সওয়াব উপলক্ষে মাগফেরাত কামনা, অসুস্থ রুগীদের সুস্থতা,
ও মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন আসফোড মসজিদের ঈমাম ও খতীব মাওলানা মিজানুর রহমান।

সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর লিখিত প্রস্তাবে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, এয়ারপোর্টে প্রবাসীদের নানা ধরনের হয়রানি বন্ধ,
সিলেট ওসমানী বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু,
বাংলাদেশ হাইকমিশনে নো-ভিসা ফি ও বিমানের ভাড়া কমানোর জোর দাবি জানিয়েছেন। যাহা উপস্থিত সবাই করতালির মাধ্যমে সম্মতি প্রদান করেছেন।
প্রধান অতিথি সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ
ড. হাসনাত এম হোসাইন এম বি ই, সতর্ক করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে চলমান জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন এই সব ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান বলেন, প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার করা এবং সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে ও মানবতার কল্যাণে এবং বৃটেনের বাংলাদেশ কমিউনিটি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনের মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন হারুনুর রশিদ সিলেট বিভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে যদি সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সিলেটবাসী ন্যায্য অধিকার আদায়ে রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিশ্বময় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি প্রদান করেছেন।।

এছাড়াও সংগঠনকে গতিশীল করতে ও আগামীতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে দীপ্ত শপথ সহ
সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ