1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বঙ্গবন্ধুর সৈনিকদের আন্তর্জাতিক মহা-সমাবেশের পরিকল্পনা - Crime Report 24
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাতে বেরিয়ে ফেরেননি, সকালে মিলল মাদক কারবারির ঝুলন্ত মরদেহ রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত ময়মনসিংহের বইমেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী কুড়িগ্রামে জামাতকর্মীকে চিরকুটে হত্যার হুমকি- আতঙ্কিত পরিবার ময়মনসিংহে হিন্দু ভাইকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত। হাদীর মৃত্যু ও সাম্প্রতিক দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ মুক্তিজোটের খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ বীরগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৩য় শিহান কাপ কারাতে প্রতিযোগিতায় লাকসামের সাফল্য ৫ প্রতিযোগীর অংশগ্রহণে ৮ পদক 💠বন্ধু মানে💠 ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক ভালুকায় পোশাক শ্রমিক হত্যার অভিযোগে গ্রেফতার ০৭

বঙ্গবন্ধুর সৈনিকদের আন্তর্জাতিক মহা-সমাবেশের পরিকল্পনা

  • প্রকাশকাল: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,
বঙ্গবন্ধুর সৈনিকদের আন্তর্জাতিক মহা-সমাবেশের পরিকল্পনা নিতে

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইটালি, জাপান, জার্মানী, ফ্রান্স, ন্যাদারল্যান্ডস, বেলজিয়াম, অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশকে আবারো মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নেয়ার যে আন্দোলন চলছে তাকে সুসংগঠিত করে আরো বেগবান করার অভিপ্রায়ে শীঘ্রই ‘আন্তর্জাতিক সম্মেলন’র চিন্তা-ভাবনা করা হচ্ছে। ১৪ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণকারিরা এমন মতামত দিয়েছেন। এ সময় চলমান সেমিনার-সিম্পোজিয়াম-মানববন্ধন-বিক্ষোভ-স্মারকলিপি প্রদানের কর্মসূচির আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, গত বছরের ৫ আগস্ট জঙ্গি তৎপরতার মধদিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাতের পর বাংলাদেশ আবারো জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশ নামক ভ’খন্ডটিকে আফগান-পাকিস্তানের মত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে। উন্নয়ন-প্রগতির নাম-নিশানা মুছে ফেলে একাত্তরের পরাজিত শক্তির বর্বরতা চালানো হচ্ছে। এহেন অবস্থায় বাঙালিরা আবারো ঘুরে দাঁড়াতে চাচ্ছে। আবারো উন্নয়ন ও প্রগতির ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্যে মাঠে নেমেছেন। এ অবস্থায় বিচ্ছিন্ন আন্দোলন-কর্মসূচিকে একটি ব্যানারে আনা জরুরী। এজন্যে সারাবিশ্বের বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে সুনির্দিষ্ট পরিকল্পনায় অভিষ্ঠলক্ষ্যে পৌঁছানোর আকুতি প্রকাশ করেন। এবং এই সংকল্পে শীঘ্রই বঙ্গবন্ধু পরিষদের সমন্বয়ে মুক্তিকামি সকল বাঙালিকে নিয়ে ‘আন্তর্জাতিক সম্মেলন’ অথবা আন্তর্জাতিক সমাবেশ করার ওপর সকলে জোর দিয়েছেন। এ সময় এই ভার্চুয়াল বৈঠকের সভাপতি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট, বিজ্ঞানী এবং বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী বলেন, আসছে ১৬ নভেম্বর রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে ‘অন্তরঙ্গ জানালায় বঙ্গবন্ধু’ নামক একটি তথ্যচিত্র প্রদর্শণ করা হবে এবং এটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু পরিষদের নিউইয়র্ক চ্যাপ্টারের কর্মকর্তাগণের পরিচিতি উপলক্ষে। সেদিন আরো বিস্তারিত আলোচনার সুযোগ তৈরী হবে এবং এখোন থেকেই আমরা আন্তর্জাতিক সম্মেলন/সমাবেশের আলোচনা করে যেতে পারি। আরো কয়েকজন এই সমাবেশ জানুয়ারিতে করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেন-দরবারের গুরুত্বারোপ করেছেন। সোস্যাল মিডিয়াকে আরো শক্তিশালীভাবে উপস্থাপনের ব্যাপারেও সকলে মতামত দিয়েছেন। কারো কারো মতে আন্তর্জাতিক মহাসমাবেশটি ১৬ ডিসেম্বর হলে খুবই তাৎপর্যপূর্ণ হতে পারে ইতিহাসের প্রয়োজনে। একাত্তরে প্রবাসীরা যেভাবে গর্জে উঠেছিলেন, এখনো আবার সেই ভ’মিকায় অবতীর্ণ হওয়ার প্রয়োজন অনুভব করছেন বাঙালি-চেতনা লালিত প্রবাসীরা।খবর আইবিএননিউজ ।
সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ। এনিয়ে শীঘ্রই আবারো বৈঠকে মিলিত হবেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ রাখা ও তাৎক্ষণিক প্রতিবাদ-সমাবেশ অব্যাহত রাখার কথাও বলা হয়। উল্লেখ্য, এই বৈঠকে সমাপ্তি ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ