1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন ২ নভেম্বর - Crime Report 24
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাতে বেরিয়ে ফেরেননি, সকালে মিলল মাদক কারবারির ঝুলন্ত মরদেহ রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত ময়মনসিংহের বইমেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী কুড়িগ্রামে জামাতকর্মীকে চিরকুটে হত্যার হুমকি- আতঙ্কিত পরিবার ময়মনসিংহে হিন্দু ভাইকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত। হাদীর মৃত্যু ও সাম্প্রতিক দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ মুক্তিজোটের খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ বীরগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৩য় শিহান কাপ কারাতে প্রতিযোগিতায় লাকসামের সাফল্য ৫ প্রতিযোগীর অংশগ্রহণে ৮ পদক 💠বন্ধু মানে💠 ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক ভালুকায় পোশাক শ্রমিক হত্যার অভিযোগে গ্রেফতার ০৭

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন ২ নভেম্বর

  • প্রকাশকাল: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,
নিউইয়র্কের টেরেস অন দা পার্কে আগামী রবিবার,২ নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে বেশ কয়েকটি সভা করে সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি। এসব সভায় সুবর্ণজয়ন্তীর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সুবিধার্থে গঠিত হয়েছে উদযাপন কমিটিও।খবর আইবিএননিউজ।

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা একটি নিজস্ব ভবনের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য এটি হবে একটি স্থায়ী ঠিকানা যেখানে তারা একত্রিত হবে, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকবে এবং বাংলাদেশি পরিচয়ের শেকড়কে আরও দৃঢ় করবে। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমাদের ইশতেহারে থাকা এ প্রতিশ্রুতি পূরণের ঘোষণা দেয়া হবে। প্রবাসী বাংলাদেশীদের ভোটার আইডি করার যে প্রতিশ্রুতি ছিলো বাংলাদেশ কনস্যূলেটের সহযোগিতায় সেটাও পূরণের পথে।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আমারা বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি-কালচার তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি যারা এ দেশে বেড়ে উঠেছে, যারা নতুন প্রজন্ম তাদের সাথে আমাদের একটি সেমিনার থাকবে, যেখানে বাংলাদেশী চেতনা ধারণ করে বাংলাদেশী কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিতে তাদের ধ্যান ধারণা তারা প্রকাশ করবে।
বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে হলে নামমাত্র ৫০ ডলার ফি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দরা। ট্যারেস অন দ্যা পার্কের ১ হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন হলরুমে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার সুবিধার্থে অনলাইনে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত ও ফি নির্ধারণ করা হয়েছে বলেও জানান তারা।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা খ্যাত অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন, যা সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির কল্যাণে কাজ করে। এটি উৎসব, সামাজিক সেবা ও ঐক্যের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ