স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের তত্ত্বাবধানে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ২০২৫ সালের ফাইনাল কমিউনিটি প্যারামেডিক (সিপি) পরীক্ষা। দেশের বিভিন্ন জেলার মোট ২০৩৭ জন পরীক্ষার্থী আজ ১৪টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা ঘিরে প্রতিটি কেন্দ্রে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ও নকলবিরোধী ব্যবস্থা। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন, পরীক্ষা কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তর সার্বক্ষণিক সমন্বয়ে কাজ করছে।
এদিকে পরীক্ষার্থীদের উৎসাহ, অনুপ্রেরণা ও মনোবল বৃদ্ধিতে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় আহবায়ক জনাব আবু হানিফ।
তিনি তাঁর বার্তায় বলেন—
> “কমিউনিটি প্যারামেডিকরা প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থার প্রথম সারির যোদ্ধা। মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হলে দক্ষতার পাশাপাশি নৈতিকতাকে ধারণ করাই হবে তাদের প্রথম দায়িত্ব। আমি সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করি এবং নকলমুক্ত সুষ্ঠু পরীক্ষার প্রত্যাশা রাখি।”
সুষ্ঠু পরীক্ষা আয়োজন নিশ্চিত করায় তিনি পরীক্ষা কমিটি, শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply