স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বৌদ্ধ সম্প্রদায়ের মহান ধর্মীয় শ্রেষ্ট উৎসব চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় ধুমারপাড়া সংঘরত্ন বিহারের দানোত্তম কঠিন চীবর দান আগামীকাল ২৪ অক্টোবর শুক্রবার দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ভোর ৫ টায় বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ, ভোর ৫.৩০ এ জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বুূ্ধপূজা ও সমবেত প্রার্থনা, সকাল ৯ টায় কঠিন চীবর দান সভা আরম্ভ ও অষ্ট পরিস্কারসহ মহাসংঘদান অনুষ্ঠান।
সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মজ্যোতিকাধ্বজ ভদন্ত শিক্ষাবিদ বসুমিত্র মহাথেরো। প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ ভদন্ত সত্যানন্দ মহাথেরো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রুবেল বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক থাকবেন সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির সাবেক মহাসচিব ভদন্ত এস ধর্মতিলক স্থবির।
শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাস্থবির।
উক্ত কঠিন চীবর দান সভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিহার পরিচালনা কমিটির সভাপতি তাপস বড়ুয়া, কার্যকরী সভাপতি তুষার কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সজল বড়ুয়া ও অর্থ সম্পাদক সাধন বড়ুয়া।
Leave a Reply