নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৬০, নেত্রকোনা-৫ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট পার্টির ছড়ি প্রতীকের মনোনয়ন পেয়েছেন শেখ মাহবুব আলম নাহিদ ।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নির্বাচন কমিশন নিবন্ধন নং-৪১ । নির্বাচন কমিশন থেকে নির্দিষ্টকৃত ‘ছড়ি’ (সুন্নতি লাঠি) প্রতীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের লক্ষ্যে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে, দল যোগ্য প্রার্থী বের করতে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে ।
উক্ত বাছাইয়ের অংশ হিসেবে, সংসদীয় আসন ১৬০, নেত্রকোনা-৫ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর ‘ছড়ি’ (সুন্নতি লাঠি) প্রতীকের সংসদীয় প্রার্থী হিসেবে শেখ মাহবুব আলম নাহিদ কে নির্দিষ্ট করে ১৬০, নেত্রকোনা-৫ আসনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট পার্টির কেন্দ্রীয় অফিস থেকে পরিচালনা বোর্ড প্রধান মোঃ আবু লায়েন্স মুন্না ও সাংগঠনিক প্রধান শাহজামাল আমিরুল চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শেখ মাহবুব আলম নাহিদ কে।
শেখ মাহবুব আলম নাহিদ বলেন, ১৬০, নেত্রকোনা-৫ আসনে মুক্তিজোট পার্টির নেতাকর্মীরা ছড়ি (সুন্নতি লাঠি) প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছেন। প্রতিটি ভোটারের ঘরে ঘরে গিয়ে আমরা ভোট চাইব। যদি নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও সুন্দর এবং অনুকূল থাকে এবং আশা করি সৃস্টিকর্তা সহায় থাকলে মুক্তিজোট পার্টির বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না ।
Leave a Reply